বড়দিনের আমেজ কাটিয়ে কাজে ফিরতে না ফিরতেই লক্ষ্মীবারের সকালে মেট্রো বিভ্রাটে (Metro service interrupted) নাকাল যাত্রীরা। বেলগাছিয়া স্টেশনে (Belgachia Metro Station) যান্ত্রিক ত্রুটির কারণে ব্যস্ত সময়ে প্রায় আধঘণ্টা ধরে বন্ধ রইল পরিষেবা।
কাজের দিনে ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় গত কয়েক দিন ধরেই মেট্রোর সময়সূচি এলোমেলো হয়ে যাওয়া নিয়ে যাত্রীমহলে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল। তার মধ্যে আজ অফিস টাইমে দুর্ভোগ। কলকাতা মেট্রোরেল সূত্রে খবর আজ সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় অনেক সময় ধরেই দাঁড়িয়ে ছিল মেট্রো। ডাউন লাইনের পরিষেবা ছিল স্বাভাবিক। সেই সময় গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। পরবর্তীতে পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক মেট্রো ছেড়ে দিতে হয় যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা মেট্রোর কারণে পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারছেন না বলে অভিযোগ।
–
–
–
–
–
–
–
–
–