বয়স মাত্র ৩ বছর ৮ মাস। কিন্তু কলকাতার খুদে দাবাড়ু অনীশ সরকারকে ইতিমধ্যেই দাবার বিস্ময় বালক হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। অনীশ সবথেকে কম বয়সি ফিডে র্যাঙ্কিং দাবাড়ু। বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনীশের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ রেটেড দাবাড়ু বাংলার খুদে। জন্ম ২০২১ সালের ২৬ জানুয়ারি। দাবার প্রতি এই তীব্র টান দেখেই ছেলেকে দাবার বোর্ড কিনে দেওয়ার সিদ্ধান্ত সরকার দম্পতির। তারপরই দিব্য়েন্দু বড়ুয়ার কাছে প্রশিক্ষণের জন্য ভর্তি করা। অনীশের মা অবশ্য এখনও প্রচার চান না।
আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় বাগানের
–
–
–
–
–
–
–
–