থমকে গেল পরিষেবা, বড়সড় সাইবার হানার শিকার জাপান এয়ারলাইন্স!

0
1

বৃহস্পতিবার সকালে সাইবার হানার শিকার হল জাপান এয়ারলাইন্স (Cyber Attack at Japan Airlines)। যার জেড়ে ব্যাহত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা। এমনকি টিকিট বুকিং এর ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন যাত্রীরা। যদিও কোন কোন বিমান বাতিল করা হয়েছে তার তালিকা এখনও সংস্থার তরফে প্রকাশ করা হয়নি।

স্থানীয় সকাল সাড়ে ৭টা নাগাদ সাইবার হানা (Cyber Attack) হয় বলে জাপান এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ করে সংস্থা। তবে বিমান ওঠানামায় বেশ প্রভাব পড়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। আপাতত দেশীয় এবং অন্তর্দেশীয় টিকিট কাটার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। আচমকা এই ঘটনায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।