সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে পিছিয়ে থেকে ৩-১ গোলে জয় পেল বঙ্গ ব্রিগেড। এই জয়ে সুবাদে সন্তোষ ট্রফির শেষ চারে পৌঁছে গেল সঞ্জয় সেনের দল। বাংলার হয়ে গোল নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা এবং মনতোষ মাঝির।
ম্যাচে এদিন শুরুটা ভালো হয়নি বাংলার। ম্যাচের ২৪ মিনিটের মাথায় ১-০ গোলে পিছিয়ে যায় বঙ্গ ব্রিগেড। ম্যাচের ২৪ মিনিটেই রাকেশ ওঁরাও-য়ের গোলে এগিয়ে যায় ওড়িশা। এরপর একটি পরিবর্তন করেন বাংলার কোচ সঞ্জয় সেন। এরপরই খেলায় বদল ঘটে। প্রথমার্ধের একেবার শেষ মুহুর্তে সমতা ফেরায় বঙ্গ ব্রিগেড। নরহরি শ্রেষ্ঠার অনবদ্য গোলে এগিয়ে যায় বাংলা দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিল ১-১।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ায় বাংলা। যার ফলে ম্যাচের ৭৭ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে অনবদ্য গোল করলেন রবি হাঁসদা। বক্সের ধার থেকে তাঁর বাঁ-পায়ের শট ওড়িশার জালে জড়াল সেটা এককথায় দুর্দান্ত। ম্যাচের একেবারে শেষলগ্নে বাংলার হয়ে ৩-১ করেন মনতোষ মাঝি । আর এর সুবাদে সন্তোষের সেমিতে পৌঁছে যায় সঞ্জয় সেনের দল।
আরও পড়ুন-কনস্টাসকে ধাক্কা , শাস্তি পেলেন কোহলি, খেলতে পারবেন কি অজিদের বিরুদ্ধে শেষ টেস্ট ?
–
–
–
–
–
–
–
–
–