বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়। অভিযোগ, খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বড়দিনে, ইসলামপন্থীরা বাংলাদেশের চট্টগ্রামে খ্রিস্টানদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর ফলে ফের অনেকের মতো বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়।
সংগীতশিল্পী সাঈদ হোসেন টিপু বলছেন, বড়দিনে খ্রিষ্টান বন্ধুদের বাসায় আড্ডা আর কেক অপরিহার্য ছিল, যেমন ছিল পুজোয় হিন্দু বন্ধুদের বাড়ির লুচি-লাবড়া আর পুজোর আনন্দে শামিল হওয়া।
আমি চার্চে যেতে ভালোবাসতাম, কারণ মানুষ বিশালতার কাছে গেলে বিহ্বল হয়, যেমন সমুদ্রের বিশালতা আমাদের আবেগাপ্লুত করে। পরে বুঝেছি চার্চের উচ্চতা এই বিহ্বলতার কারণ। আমি জানি যেসব দিনের কথা আমি বলছি, তখনকার সবার মানসিক চিন্তাধারা আমার সাথে মিলে যাবে।
গান গাওয়া শুরু করার পর হিন্দু বাড়ির অনুষ্ঠান আবার চার্চে বাজানো কোনটাই বাদ যায়নি। বিভাজনে আমি বিশ্বাস করি না। করি না বলেই গত ১০/১৫ বছরে অভাবনীয়ভাবে এই দেশটা যেভাবে পাল্টে গেছে তা আমি মেনে নিতে পারি না।
–
–
–
–
–
–
–