আগামী বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল এবারের বইমেলায় ওপার বাংলার স্টল থাকবে কিনা। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই বছর বইমেলায় বাংলাদেশের কোনরকম স্টল থাকছে না। অর্থাৎ ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবারে ব্রাত্য বাংলাদেশের স্টল।
এ প্রসঙ্গে গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই নিয়ে কোনও মন্তব্য করব না। এই নিয়ে বিদেশ মন্ত্রক যা সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা মেনে চলব। এবারের থিম দেশ জার্মানি। এবারের বইমেলাতে আমেরিকা, স্পেন, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, কলম্বিয়া-সহ অন্যান্য দেশের প্যাভিলিয়ন দেখা যাবে। এবারের বই মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন- নতুন বছরের আগে সব রাজনৈতিক দলকে শুভেচ্ছা মমতার, আপ চাইছে কংগ্রেস-হীন I.N.D.I.A.!
_
_
_
_
_
_
_
_
_