সংসদে অধিবেশন না চললেও সংসদ (Parliament) চত্বরে জারি ব্যাপক হইচই। বুধবার সংসদ চত্বরের বাইরে এক যুবকের কীর্তিতে আচমকা চাঞ্চল্য তৈরি হয়। অজ্ঞাত পরিচয় ওই যুবক (unidentified youth) সংসদের বাইরে গায়ে আগুন লাগিয়ে দেয়। দ্রুত তাঁকে উদ্ধার করে আরএমএল হাসপাতালে (RML Hospital) ভর্তি করে দিল্লি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদের বাইরে যেখানে অজ্ঞাত পরিচয় যুবক গায়ে আগুন লাগিয়েছিল সেখানে পেট্রোল (petrol) উদ্ধার করা হয়েছে। পেট্রোল গায়ে ঢেলেই সে গায়ে আগুন দেয় বলে অনুমান পুলিশের। প্রাথমিকভাবে তার পরিচয় প্রকাশের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের (forensic team) দল।
২০ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session)। গোটা অধিবেশনে সংসদের ভিতরেই হইচই হয়েছে। বাইরে কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বুধবারের যুবকের ঘটনা আবার মনে করিয়ে দিচ্ছে এক বছর আগে সংসদের ভিতরে একদল যুবক যুবতীর স্মোক বোম (smoke bomb) ছোড়ার ঘটনা। যা নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদের নিরাপত্তা নিয়েও।
–
–
–
–
–
–
–