ক্রিসমাসের রাতে (Christmas Eve) অতর্কিতে আফগানভূমিতে পাকিস্তানি বিমান হামলা(Pakistan Air attack in Afganistan)। বারমালের অন্তত সাতটি গ্রামে ইসলামাবাদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি ভালো চোখে দেখছে না আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তালিবানরা (Taliban)। গোটা বিষয়টি ভালো চোখে দেখছে না আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তালিবানরা (Taliban)।
পাকিস্তানের তরফে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করা না হলেও ইসলামাবাদের ফাইটার জেট যে এই আক্রমণ চালিয়েছে সে বিষয়ে কার্যত নিশ্চিত আফগানরা। দেশের মাটিতে এই হামলার পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ খুলেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক (Afganistan defence ministry)। সাফ জানিয়েছে, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তালিবানরা এর পাল্টা জবাব দেবে।
–
–
–
–
–
–
–
–
–