উৎসবের মুডে বাংলা, সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছাবার্তা পোস্ট অভিষেকের

0
4

বেলুড় মঠ (Belur Math) থেকে বসিরহাট, চিড়িয়াখানা থেকে ইকো পার্ক (Eco Park) কিংবা কলকাতার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি (Science City) , পার্ক স্ট্রিট থেকে শুরু করে হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলার বিনোদন পার্ক জুড়ে শুধুই পিকনিক মুডে বাঙালি। বড়দিনের এই সেলিব্রেশন আবহে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বর্ষশেষ এবং বর্ষবরণের এই সন্ধিক্ষণে বড়দিনের আনন্দে মাতোয়ারা ছোট থেকে বড় প্রত্যেকেই। পিকনিক স্পটে ভিড়ের নিরিখে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। এবছর হুগলির শ্রীরামপুরকে হেরিটেজ শহর ঘোষণা করায় সেখানে বিশেষ ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) আয়োজন করা হয়েছে। বুধবার সকালে অলিভ চার্চে প্রার্থনায় মন দিলেন এলাকার মানুষ। ব্যান্ডেল চার্চ (Bandel Church) প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর বন্ধ থাকে তবুও তার আকর্ষণ এতটুকু কমেনি। বৈদ্যবাটি, চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে গড় মান্দারন, বিষ্ণুপুর, টাকি পর্যটন কেন্দ্র জুড়ে সব বয়সীদের উন্মাদনা চোখে পড়ার মতো। চিড়িয়াখানায় লুচি আলুর দম ব্রেকফাস্ট সেরে কলকাতা দর্শনীয় স্থান ঘুরে দেখতে আগ্রহী পর্যটকরা। আবার সকাল সকাল পৌঁছে গেছেন বেলুড় মঠ-দক্ষিণেশ্বর (Dakshineswar) কিংবা কামারপুকুরে। রাজ্যজুড়ে আজ শুধুই খুশির আমেজ।