বড়দিনের ক্রিসমাস ট্রি আর আলোয় সেজে উঠেছে বাংলা। বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বাড়িও। ২৪ ডিসেম্বর রাতে চার্চে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন মমতা। সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সন্ধেয় নিজের বাড়ির ছবি পোস্ট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর বাড়িও বড়দিনে আলো সেজেছে।
বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ভাবনা বাংলাকে মহিমান্বিত করে তুলেছে। এটা শুধুমাত্র একটা আদর্শ নয়, এই ধারণাকে আত্মায় লালন করে বাংলা। বড়দিনে নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ঐক্যের চেতনা উৎসবের মরশুমে আমাদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়। বড়দিনের আলোয় পূর্ণ হোক প্রতিটি বাঙালি হৃদয়- প্রার্থনা তাঁর।
এরপর তাঁর বাড়ির একটি ছবি পোস্ট করে মমতা লেখেন, “আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন যেন সকলের মঙ্গলময় হয়, বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার। সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভনন্দন।”
আরও পড়ুন- আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহে উদ্যোগী রাজ্য
_
_
_
_
_
_
_
_




























































































































