কাজাখিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত অন্তত ৪০

0
3

৬২ জন যাত্রী ও পাঁচজন বিমান কর্মীসহ রাশিয়ার অভিমুখে রওনা দেওয়া আজারবাইজানের একটি বিমান ভেঙে পড়ল কাজাখিস্তানের আখটাও শহরে। ঘটনায় ২৭ জন জীবিত রয়েছেন বলে দাবি কাজাখিস্তান কর্তৃপক্ষের। অর্থাৎ ইতিমধ্যেই ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করছে সে দেশের প্রশাসন। আখটাও শহরের কাছে হঠাৎই বিস্ফোরণসহ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। তবে কি কারনে বিমান দুর্ঘটনা খতিয়ে দেখছে রাশিয়ার বিমান পরিবহন দফতর।

রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রজনীর অভিমুখে যাচ্ছিল আজারবাইজানের উড়ান আমব্রের ওয়ান নাইন্টি। আবহাওয়া খারাপ থাকায় রাশিয়া থেকে তার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। কাজাকিস্তানের কাজাক শহর থেকে কয়েক কিলোমিটার আগে আখটাও শহরে বিমানটি জরুরি অবতরণ করছিল। সেই সময়ই হঠাৎ বিপর্যয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় আখটাও শহরের উপরেই বিমানটিতে আগুন ধরে যায়। সেই অবস্থায় সেটি ভেঙে পড়ে। বিমানের এক অংশ টুকরো টুকরো হয়ে যায়। বাকি অক্ষত অংশ থেকে ২৭ জন জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। বাকিদের রক্তাক্ত দেহ উদ্ধারের কাজে এবং বিমানে লাগা আগুন নেভাতে দ্রুত তৎপর হয় কাজাখিস্তান অগ্নি নির্বাপন বাহিনী।

রাশিয়ার প্রাথমিক তদন্তে অনুমান বিমানের চালক জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে দুই দেশের গোয়েন্দা বিভাগ। বিমান দুর্ঘটনায় আজারবাইজানকে সব ধরনের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে কাজাখিস্তান।