ক্রিসমাসের আলোর পূর্ণ হোক হৃদয়, সোশ্যাল মিডিয়া পোস্ট মমতার

0
3

বাংলা জুড়ে মহাসামারাহে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব (Christmas Festival)। প্রত্যেক বছরের মতো এবারও যিশু পুজোর রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিনের সকালে সোশ্যাল মিডিয়ায় সেই কথার উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। তার সঙ্গে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলকে। মমতা লেখেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ বজায় রাখার ভাবনা বাংলাকে সত্যিই অসাধারণ করে তুলেছে। এটা শুধুমাত্র একটা আদর্শ নয়, এই ধারণাকে আমরা আত্মায় লালন করি। ঐক্যের চেতনা উৎসবের মরসুমে যা আমাদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়।

মঙ্গলবার রাতে কলকাতার আর্চবিশপ মোস্ট রেভারেন্ড টমাস ডি’সুজার উপস্থিতিতে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মধ্যরাতের প্রার্থনায় অংশগ্রহণের কথাও নিজের পোস্টে জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন,” ক্রিসমাসের আলো আপনার হৃদয়কে উষ্ণতায় এবং আপনার ঘর পরিবারকে আনন্দে পূর্ণ করুক। আপনি এবং আপনার প্রিয়জনরা সর্বশক্তিমানের আশীর্বাদ পাবেন এই আশা রাখি। ‘