রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত পেয়ে গেল ভারতীয় দল। ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির দু’টেস্ট বাকি থাকতেই সরে দাঁড়ান ক্রিকেট থেকে। এরপর জল্পনা ছড়ায় কে যাবে ভারতীয় দলে অশ্বিনের জায়গায়। সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন তনুশ কোটিয়ান। কেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা পেলেন না সুযোগ? সেই নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, “ তনুশ এখানে একমাস আগে এসেছিল। কুলদীপ যাদবের ভিসা আছে বলে মনে হয় না। আমরা এমন এক জনকে চাইছিলাম, যে তাড়াতাড়ি দলে যোগ দিতে পারবে। তনুশই একমাত্র তৈরি ছিল। এটা মজা করে বলছিলাম। তনুশ অস্ট্রেলিয়ায় খেলেছে। ভাল ক্রিকেটার। গত ১-২ বছরে ঘরোয়া ক্রিকেটেও ভাল খেলেছে। আমরা সত্যিই দলে একজন বাড়তি স্পিনার চাইছিলাম। কারণ সিডনিতে দু’জন স্পিনার খেলানোর দরকার হতে পারে।“
এরপরই ভারত অধিনায়ক বলেন, “ কুলদীপ ১০০ শতাংশ সুস্থ নয়। ওর হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। আর অক্ষর সদ্য বাবা হয়েছে। ও আসতে পারবে না। এমন অবস্থায় তনুশই সেরা বিকল্প। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। মুম্বইকে রঞ্জি জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল ও। অলরাউন্ডার হিসাবে বড় ভূমিকা নিয়েছিল। আমাদের দলের ফাঁকগুলো পূরণ করতে পারবে তনুশ।“
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অন্যতম ভরসা তনুশ। ব্যাটের পাশাপাশি ভালো বল করতে পারে। রঞ্জিট্রফিতে গত মরশুমে ৫০২ রান করেছিলেন। সেই সঙ্গে নিয়েছিলেন ২৯টি উইকেট।
আরও পড়ুন- পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?
–
–
–
–
–
–
–