২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। তবে বক্সিং ডে টেস্টের আগে শিরোনামে মেলবোর্নের অনুশীলন পিচ। অভিযোগ, ভারতের অনুশীলনের জন্য পুরনো পিচ দেওয়া হয়েছে। আর এবার এই নিয়ে মুখ খুললে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এই নিয়ে মঙ্গলবার অনুশীলনের আগে রোহিত শর্মা বলেন, “গত দু’দিন আমরা যে পিচে অনুশীলন করেছি, মনে হয় সেগুলো ব্যবহৃত পিচ ছিল। হয়তো বিগ ব্যাশ লিগের সময় ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার মনে হয় আমরা অব্যবহৃত পিচ পাব। মাত্র এক দন অব্যবহৃত পিচে অনুশীলন করার সুযোগ পাব আমরা। দেখি গিয়ে অনুশীলনে কেমন পিচ, সেই অনুযায়ী অনুশীলন করব।“
তবে শুধু পিচ নিয়ে মেলবোর্ন টেস্ট নিয়ে মুখ খোলেন রোহিত। তবে প্রথম একাদশ কী হবে সেই বিষয়ে খোলসা করেননি রোহিত। তিনি বলেন, “আপাতত আমরা আবহাওয়া-সহ অন্যান্য বিষয়ে নজর রাখছি। এখনও উইকেট দেখিনি। পরিস্থিতি বুঝে আমরা সেরা একাদশ বেছে নেব। সেক্ষেত্রে অতিরিক্ত স্পিনার খেলাব কিনা, সেটাও ভেবে দেখতে হবে।”
এদিকে পিচ নিয়ে মুখ খুলেছেন মেলবোর্নের পিচ কিউরেটর। পিচ নিয়ে মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেগ বলেন, “পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। পিচ খুব একটা ভাঙবে না। গত কয়েকটা টেস্ট দেখলে বোঝা যাবে স্পিনারদের থেকে পেসারেরা অনেক বেশি সুবিধা পেয়েছে। সেটা এ বারও একই রকম থাকবে। আমরা চাইছি, ব্যাট ও বলের সমান লড়াই হোক। কেউ বাড়তি সুবিধা না পাক।”
আরও পড়ুন- কেমন আছেন কাম্বলি? জানালেন নিজেই
–
–
–
–
–
–
–
–
–