শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ, ঘোষণার ভুল জানাল রেল

0
1

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ৷মঙ্গলবার সকাল থেকে প্রায় দু’ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়৷ বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, এদিন সকালে শালিমার স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল৷ কিন্তু, কোনও বিজ্ঞপ্তি ছাড়া নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল বলে ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ তারই প্রতিবাদে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷

যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের খবর পেয়ে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ যাত্রীদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বেলা 12টার সময় ট্রেন দেওয়া হবে ৷ কিন্তু, মৌখিক প্রতিশ্রুতি নয় ৷ বিক্ষোভকারী যাত্রীরা দাবি করেন, কর্তৃপক্ষকে লিখিত দিতে হবে ৷ আর লিখিত প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যাত্রীরা ৷

যদিও, রেলের আধিকারিকরা বারবার যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রেলের দাবি গত ৯ ডিসেম্বর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও সোমবার, ২৩ ডিসেম্বর পর্যন্ত তৎকালে টিকিট ইস্যু করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব হয় ?

এক যাত্রী বলেন, ট্রেন সকাল ১০টায় ছাড়ার কথা ৷ কিন্তু, আধঘণ্টা আগে ঘোষণা করছে ট্রেন বাতিল ৷ বলা হচ্ছে, ৯ তারিখ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, আমাদের কাছে কাগজ আছে ৷ গতকালও তৎকালে টিকিট দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিল হয়ে গেলে, কীভাবে তৎকালে টিকিট দিল রেল ৷ আমরা বয়স্ক ও বাচ্চাদের নিয়ে শালিমারে এসেছি ট্রেন ধরতে ৷ আমাদের ট্রেন আগে দিতে হবে ৷ তারপর অবরোধ উঠবে ৷

এ নিয়ে আরপিএফের ওসি এসকে সিং বলেন, ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷ যাত্রী সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ৷ট্রেনটি বাতিল করা হয়নি।শুধুমাত্র সেটি ছাড়ার সময় বদলানো হয়েছে। রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু, যাত্রীরা লাইন থেকে না-উঠলে, কীভাবে ট্রেন প্লেস করা হবে ৷ তাই আমাদের অনুরোধ যাত্রীদের কাছে, যাতে তারা লাইন ক্লিয়ার করে দেন৷