জন্মদিনে ডেকে নগ্ন করে গায়ে প্রস্রাব!যোগী রাজ্যে রহস্যমৃত্যু দলিত নাবালকের

0
2

ফের কাঠগড়ায় যোগী রাজ্য।বর্বরোচিত ঘটনা! যার নিট ফল, এক দলিত বালককে বেছে নিতে হল আত্মহত্যার মতো পথ। শুধুমাত্র দলিত হওয়ার কারণে এই সভ্য সমাজে তার বেঁচে থাকা হল না। উত্তরপ্রদেশের (Uttarpradesh) একটি গ্রামে এক দলিত বালককে জন্মদিনে (Birthday Party) নিমন্ত্রণ করে ডেকে চরম হেনস্থা (Harassment)করার অভিযোগ। এমনকি তাকে নগ্ন করে মারধর করা হয় বলে জানা গিয়েছে।এমনকী, গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। চরম অপমান শিশু মন মেনে নিতে পারেনি। বাড়িতে ফিরে এসেই আত্মঘাতী হয় সে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সার্কেল অফিসার(সিও) প্রদীপ কুমা ত্রিপাঠি (Circle Officer) জানিয়েছেন, মৃত বালকের নাম আদিত্য (Aditya)।তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কাপতানগঞ্জ থানায় (PS Kaptanganj) অভিযোগ দায়ের হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।আদিত্যের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তাদের ছেলেকে হেনস্থা করা হয়েছে। মৃতের কাকা বিজয় কুমার জানিয়েছেন, তাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানেই তাকে হেনস্থা করা হয়েছিল। তাকে নগ্ন করে মারধর করা হয়। তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয়।আদিত্যকে নিমন্ত্রণ করে অপমান করা পূর্ব পরিকল্পিত ছিল জানি না।

তিনি অভিযোগ করেন, আমরা পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে আমাদের অভিযোগ নেওয়া হয়নি। ২০ ডিসেম্বর আদিত্যকে হেনস্থা করা হয়। আমরা তার পরের দিন জানতে পারি। আদিত্য গভীর রাতে বাড়িতে এসে পরের দিন সকালে সব আমাদের জানায়। তিনদিন ধরে আমরা অভিযোগ দায়ের করার চেষ্টা চালিয়েছি। কিন্তু নথিভুক্ত করা হয়নি। ফের আদিত্যকে হেনস্থা করা হয়। তার পরেই সে আত্মহত্যা করে।