সোদপুর নারায়ণা স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতার ছবি

0
3

শীতকাল মানে স্কুল কলেজে বার্ষিক প্রতিযোগিতা বা বাৎসরিক অনুষ্ঠান। এবছর ডিসেম্বরের উষ্ণ আবহে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো সোদপুর নারায়ণা স্কুলে (Sodpur Narayana School)। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক অসাধারণ সাংস্কৃতিক উদ্যোগের সাক্ষী রইলেন অভিভাবকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের উপদেষ্টা তথা পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy), বিশিষ্ট কবি প্রসূন ভৌমিক ও সমাজকর্মী এবং গায়িকা পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)।

অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নানান সংস্কৃতিক উপস্থাপনার মধ্যে দিয়ে তাঁদের প্রতিভা এবং সৃজনশীলতার পরিচয় দেয়। এভাবে স্কুল পরিমণ্ডলে সংস্কৃতিমনস্ক আবহে মুগ্ধ অতিথি থেকে অভিভাবক প্রত্যেকেই।