বড়দিনের উৎসবে (Christmas Festival) মাতোয়ারা শহরবাসীকে আশ্বস্ত করে বুধবার মেট্রোর সময়সূচিতে কিছুটা রদবদল ঘটালো কর্তৃপক্ষ (Kolkata Metro)। ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অভাবনীয় ভিড় এবং দিনভর নন্দন (Nandan), রবীন্দ্রসদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ক্যাথিড্রাল চার্চ-এর মতো দ্রষ্টব্য স্থানে যেতে পাতাল সফরের উপরেই ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। রাত বাড়তেই ভিড় বাড়ে ধর্মতলা, ময়দান চত্বরেও। এবার ফেরার টেনশন দূর করতে শেষ মেট্রোর (Metro Rail Schedule) সময়সূচিতে কিছুটা বদল ঘটানো হলো।
২৫শে ডিসেম্বর (Christmas) উপলক্ষে পাতাল রেলের সময়সূচি নিয়ে কলকাতা মেট্রোরেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সেখানে বলা হয়েছে আগামী বুধবার (বড়দিনে) কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তবে এই মেট্রো যাবে দমদম পর্যন্ত। দক্ষিণেশ্বর (Dakshineswar) যাওয়ার জন্য কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০টা ৪৯ মিনিটে শেষ মেট্রো মিলবে। আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার (Kavi Subhash) দিকে যেতে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। ফলে আশা করা যাচ্ছে রাত এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট (Park Street) , ময়দান থেকে মেট্রোতে ওঠা যাবে। ২৫ ডিসেম্বর ছুটির দিন হলেও টুরিস্টদের কথা মাথায় রেখে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। ভিড়ের কথা মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্ল্যাটফর্মে বেশি সিকিউরিটি কর্মী থাকবেন। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে (Sector V to Sealdah Metro Route) অবশ্য প্রথম এবং শেষ মেট্রোর সময় কোনও বদল আসছে না। বরং অন্যান্য অফিসিয়াল দিনের তুলনায় বড়দিনের ১৬ টি মেট্রো কম চলবে এই রুটে।
–
–
–
–
–
–
–
–
–