পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছিল বোর্ড। এবার বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের ২৭ এপ্রিল রবিবার পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হবে। দুটি ভাগে পরীক্ষা হবে। প্রথম পত্রে থাকবে অঙ্ক। এই পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুরে ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্র পরীক্ষা হবে ১০০ নম্বরের। দ্বিতীয় পত্রের দুটি বিষয় ৫০- ৫০ করে পরীক্ষা হবে। উত্তর ভুল হলে সে ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। খুব শীঘ্রই রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে,
WWW.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-এ আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। কবে থেকে আবেদন জানানো যাবে এবং আবেদনের শেষ তারিখ কবে সেই যাবতীয় তথ্য জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে।
–
–
–
–
–
–
–
–
–
–