আরজি কর-কাণ্ডে সিবিআই কেন তদন্ত করতে পারছে না? এই অভিযোগ তুলে সোমবার সিজিও কমপ্লেক্স ঘেরাও করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সিবিআই না-পারলে তদন্তভার রাজ্যের উপর দেওয়ার কথাও শোনা গেল এদিন। ছিলেন শান্তনু সেন-সহ অন্যরা।
সোমবার দুপুর ২টো থেকে সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করেন আইএমএ-এর বঙ্গীয় শাখার সদস্যরা। তিলোত্তমার বিচার চাই, আদৌ পারবে কি সিবিআই? এই প্রশ্নও তোলেন তাঁরা।
তাঁদের তিন জনের প্রতিনিধি দল যান সিবিআই দফতরে। যদিও তাঁদের তরফে ৫ জনের যাওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষমেশ তিনজনই ভিতরে গিয়েছিলেন। সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেও খুশি নয় তাঁরা। সিজিও কমপ্লেক্সের সামনে সোমবার দুপুর ২টো থেকে প্রায় বিকেল ৪টে পর্যন্ত অবস্থান করেন আইএমএ-এর বঙ্গীয় শাখার সদস্যরা। উপস্থিত ছিলেন আইএমএ-এর রাজ্য সম্পাদক শান্তনু সেন। দুপুর ৩ টে নাগাদ আইএমএ-র সদস্যরা সিবিআইয়ের তিন আধিকারিকের সঙ্গে দেখা করেন। একটি ডেপুটেশন জমা দেন।
আরও পড়ুন- ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর উপর ভিত্তি করে মামলা নয়! তদন্তে পদ্ধতি বদলাচ্ছে ED
_
_
_
_
_
_
_
_



























































































































