‘নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা ছিল’, টিম ইন্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে বললেন অশ্বিন

0
3

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সবাইকে চমকে দিয়ে অবসর নেন অশ্বিন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেললেও, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি অশ্বিনের। যদিও তাতে কোন আক্ষেপ নেই ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের। তবে অশ্বিন মনে করেন জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা তাঁর ছিল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ আমার মনে হয়, আমার পক্ষে কোন ফ্যাক্টরটা কাজ করে বা অন্যদের পক্ষে কোনটা কাজ করে না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমি কেরিয়ারের শুরুতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি। বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছিলাম। আমার বিশ্বাস, আমার যোগ্যতা আছে। তবে দেশের অধিনায়ক হতে না পারায় আক্ষেপ নেই। কারণ এই ব্যাপারটা আমার হাতেই ছিল না।“

অশ্বিন প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করছেন। রাজ্য দলের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন। আইপিএলেও দুই মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু জাতীয় দলের নেতা হিসাবে তাঁকে ভাবাও হয়নি। এমনি সহ-অধিনায়ক হিসাবেই কখনও ভাবা হয়নি অশ্বিনের।

আরও পড়ুন- জল্পনার অবসান, ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি ভারত-পাকিস্তান