শুধুমাত্র ক্ষমতায় আসা আর টিকে থাকার জন্যই যে বারবার বিজেপি সরকার এবং তাদের প্রধান নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের মানুষকে মিথ্যা ভাষণ দিয়ে এসেছেন, তা ফের একবার প্রমাণিত হলো। দেশের যুব সম্প্রদায়ের ভোট টানার জন্য ২০১৪ সালের আগে থেকে বছরের ২ কোটি বেকারের চাকরির গ্যাস বেলুন উড়িয়েছিলেন মোদি। মিথ্যের সেই মোদী ম্যাজিকে গা ভাসিয়েছিল দেশের যুব সম্প্রদায়। প্রধানমন্ত্রী হওয়ার পরেও একই বেলুন তিনি উড়িয়ে ছিলেন। এবার মোদির নিজের তুলে ধরার তথ্যেই ফুটো হয়ে গেল ২ কোটি চাকরির গ্যাস বেলুন! ২ কোটির বদলে চাকরি দিলেন (appointment) মাত্র ৭১ হাজার যুব সম্প্রদায়কে।
কেন্দ্রের সরকার আয়োজিত রোজগার মেলায় ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র (appointment) তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার ঘটা করে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মোদী (Narendra Modi) নিজে স্বীকার করেন বিগত ১০ বছরে তাঁর সরকার ১০ লক্ষের বেশি চাকরি (job) দিয়েছে। নিজের দেওয়া প্রতিশ্রুতি যেন নিজেই ভুলে গিয়েছেন নরেন্দ্র মোদি। একবারও সেখানে উল্লেখ করা হল না বছরে ২ কোটি চাকরির যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা কোথায় গেল।
যেখানে সরকারের বিভিন্ন দফতরে হাজার হাজার পদ খালি রয়েছে। সেই সঙ্গে প্রতিনিয়ত বেকারত্বের যন্ত্রণা ভোগ করছে দেশের যুব সম্প্রদায়। সেখানে ১৩০ কোটির দেশে বছরে ৭১ হাজার চাকরি (job) দিয়ে বাহবা কুড়াতে যাওয়া নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এক হাত নিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, মোদী সরকারের সবটাই প্লেইং টু দ্য গ্যালারি। এই প্রতিশ্রুতির মধ্যে সত্যতা কিছুই নেই।
–
–
–
–
–
–
–
–