রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে রাত – এখনও কাটলো না জিনাত জুজু! পুরুলিয়ার পাহাড়ি জঙ্গল এলাকায় ছুটে বেড়াচ্ছে বাঘিনী (Tigress Zeenat)। ছাগল থেকে শুয়োর, কোনও টোপেই সাড়া দিচ্ছে না সে। উদ্বেগ বাড়ছে বনদফতরের (Forest Department)। রাতভর বনদফতরের বিশেষ ট্র্যাঙ্কুলাইজার টিম হাজির ছিল এলাকায়। সঙ্গে ছিল, স্যাটেলাইট মনিটারিং, থার্মাল ইমেজ স্ক্যানিংর ব্যবস্থা। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত ফাঁদের আশেপাশে ঘোরাফেরা করেও ধরা দেয়নি জিনাত। ট্র্যানকুলাইজার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ব্যর্থ, এবার বিশেষ ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।
ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পুরুলিয়ায় পৌঁছেছে ১৫ জনের বিশেষ টিম। বাঘিনী জিনাতের রাতের খাবারের জন্য বান্দোয়ানের রাইকা পাহাড়ের বিভিন্ন জায়গায় এলাহি মেনুর আয়োজন করা হয়। কিন্তু সুস্বাদু ‘ব্ল্যাক বেঙ্গল গোট’কেও এড়িয়ে গেছে সে। ধরাও দেয়নি খাঁচা বন্দিও হয়নি। মঙ্গলে কংসাবতী দক্ষিণ বন বিভাগ ট্র্যাপ ক্যামেরা নিয়ে মরিয়া চেষ্টা চালাবে বলে খবর। ক্যামোফ্লেজ পোশাকে নজরদারি চালিয়ে যাচ্ছেন বনদফতরের আধিকারিকরা।
–
–
–
–
–
–
–
–
–