বারবার দোষ প্রমাণ করতে না পেরে এবং আদালতের ভর্ৎসনার মুখে পড়ে এবার আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে পদ্ধতি বদলাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুধুমাত্র ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর উপর ভিত্তি করে PMLA-এর অধীনে মামলা দায়ের না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বছরের শুরুর দিকে রাজ্যসভায় অর্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ইডি গত পাঁচ বছরে 911টি মামলার মধ্যে মাত্র 42টি মামলায় দোষী সাব্যস্ত করেছে। অর্থাৎ সাফল্যের আর মাত্র 4.6 শতাংশ।
ED-মতে এর কারণ, প্রাথমিকভাবে দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেখানে আদালত প্রথমে নির্ধারণ করে যে অভিযোগটি PMLA-এর অধীনে কি না।এর ফলে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর বিষয় থেকে এটিকে সরে যেতে হচ্ছে। পরিবর্তে ED এখন নিশ্চিত করবে, যে এই ধরনের মামলাগুলি আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত অপরাধগুলির তদন্ত করবে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রধান রাহুল নাভিন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলেন, শুধুমাত্র ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ এর উপর ভিত্তি করে PMLA-এর অধীনে মামলা দায়ের করবেন না।
–
–
–
–
–
–
–