সম্পর্ক-বিয়ে-সন্তান– সব কিছু নিয়েই খবরের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। এবার কন্যা ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালের বিল নিয়েও হৈ চৈ। চিকিৎসার ক্ষেত্রে বিধায়করা খরচ পান। তার জন্য বিল দিতে হয়। আর মঙ্গলবার, সেই বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। অঙ্কটা ৬ লক্ষ টাকা। তার মধ্যে চিকিৎসক নিয়েছেন ৪লাখ টাকা আর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ২ লক্ষ। বিধানসভায় বিল জমা দিতেই শুরু হয়েছে চর্চা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত।
সদ্য় কন্যাসন্তানের বাবা হয়েছেন বিধায়ক কাঞ্চন (Kanchan Mallik)। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা কৃষভির জন্ম দেন বিধায়কের স্ত্রী শ্রীময়ী (Shreemoyee)। তার খরচ ৬ লক্ষ টাকা! নিয়মানুযায়ী, বিধানসভায় বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক। যা দেখে তাজ্জব সকলে। চর্চা শুরু হয়েছে বিধানসভায়।
একমাত্র চশমার বিল ছাড়া বিধানসভায় (Assembly) বিধায়কদের স্বাস্থ্য ক্ষেত্রে বিলের কোনও উর্ধ্বসীমা নেই। কারণ এর আগে ৫০ হাজার টাকার চশমার বিল ধরিয়েছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তার পর চশমার বিলের ক্ষেত্রে ৫ হাজার টাকা উর্ধ্বসীমা বেধে দেওযা হয়েছে। বাকি চিকিৎসার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই। সেই মতো রিমবাসমেন্ট পাওয়ার জন্য বিল জমা দিয়েছেন কাঞ্চন। কিন্তু অঙ্ক দেখে জোর জল্পনা শুরু হয়েছে।
স্পিকার অবশ্য বলেছেন, “আমরা সব কাগজ পত্র দেখব। যাচাই করব। তারপরে যদি মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে ডেকে পাঠাব। বিষয়টি আমাদের নজরে রয়েছে।” অনেক বেশি বিল হলে প্রয়োজনে হাসপাতালে সুপার অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে জানতে চান স্পিকার। এক্ষেত্রে কী হবে এখন সেটাই দেখার।
–
–
–
–
–
–
–





























































































































