অফিসে ডেকে ‘ফায়দা’! বিজেপি বিধায়ক ও সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের

0
2

জমি হাতাতে বিধায়কের চাপ। শাসানি থেকে অপহরণ – কিছুই বাকি রাখেননি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। এবার আদালতের নির্দেশে বিধায়ক সত্যেন্দ্র সাক্যর (Satyendra Shakya) বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল উত্তর প্রদেশ (Uttarpradesh) পুলিশ। বিশেষ এমপি এমএলএ আদালত (MP MLA Court) এই মামলা দায়েরের নির্দেশ দেয়। একদিকে ক্ষমতায় উঠে আসা বিজেপি নেতা বিধায়কদের প্রকৃত রূপ সামনে চলে এসেছে এই ঘটনায়। সেই সঙ্গে যোগীরাজ্যে নারী নিরাপত্তার চেহারাও প্রকাশ্যে এসেছে।

বদাউন (Badaun) জেলার বিসলি বিধানসভার বিধায়ক সত্যেন্দ্র সাক্য ও তার ভাইপোর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ করেন এক মহিলা। মহিলার পরিবারের দাবি বাজারের থেকে অনেক কম দামে জমি জোর করে কেড়ে নিচ্ছিলেন বিজেপি বিধায়ক। প্রতিবাদ করায় তাঁদেরকে মিথ্যে মামলায় ভাসিয়ে দেওয়ার ভয় দেখান বিজেপি বিধায়ক। তাঁর স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা (molestation case) দেওয়ারও ভয় দেখান।

এরপর একদিন জমি মামলার ফয়সালা করতে নিজের দফতরে ডেকে পাঠান মহিলাকে। সেই সময় বিধায়ক, তার ভাইপো এবং অন্যান্য কর্মীরা গণধর্ষণ করেন ওই মহিলাকে, এমনই অভিযোগ জানান তিনি। অভিযোগ নিয়ে উত্তর প্রদেশের এমপি এমএলএ আদালতের দ্বারস্থ হলে বিচারক মামলা দায়েরের অনুমতি দেন। এবং পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এরপরই উত্তরপ্রদেশ পুলিশ বিজেপি বিধায়ক সত্যেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের মামলার রুজু করে।