মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।
ভারতের সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিযোগ বিরোধী-দলগুলির। সেই মন্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করবে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলকে বার্তা দিয়েছেন, প্রতিটি ব্লকে, প্রতি জেলা সদরে এই কর্মসূচি পালন করতে হবে। মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে নষ্ট করেছেন। তার কথায়, শুধুমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।
এর আগে সংসদের বক্তৃতায় শাহ অম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ আনে কংগ্রেস। তারাও দেশব্যাপী কর্মসূচি নিচ্ছে।
–
–
–
–
–
–
–
–