হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে

0
2

হাইব্রিড মডেলেই হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলবে না, আগেই ঘোষণা করেছে। তাই ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। অনেক বিতর্কের শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত সে দেশে খেলতে না যাওয়ায় বাড়তি ৩৮ কোটি টাকা পাচ্ছে নকভির নেতৃত্বাধীন বোর্ড।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পাকিস্তান প্রথমে রাজি ছিল না। অনেক তর্ক বিতর্কের পরে তারা রাজি হয়। তবে তারা পাল্টা দাবি জানায়, ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও এদেশে আসবে না। নিরপেক্ষ দেশে খেলবে। পাকিস্তানের সেই দাবিও মেনে নিয়েছে আইসিসি। আপাতত ২০২৭ সাল পর্যন্ত দু’দেশ দু’দেশের মাটিতে খেলতে যাবে না বল সিদ্ধান্ত হয়েছে।