ফের রাতের অন্ধকারে ফুটপাথে ঘুমন্ত অবস্থায় তিন জনকে পিষে দিল একটি ট্রাক। মৃতদের মধ্যে রয়েছে দু’টি শিশুও। এক জনের বয়স এক, অপর জনের দুই। এ ছাড়াও আরও ছ’জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন চালক। ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে চলন্ত ট্রাক ফুটপাথে তুলে দেন।ঘটনাটি ঘটেছে পুণের ওয়াঘোলিতে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত তিন জনই একই পরিবারের সদস্য। দুই শিশু ছাড়া বিশাল পওয়ার নামে এক ২২ বছরের যুবকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।
পুলিশ জানিয়েছে, কেসনন্দ ফাটা এলাকার ফুটপাথে রাতে অনেকে ঘুমাচ্ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই শ্রমিক। মাঝরাতে একটি ট্রাক ওই ফুটপাথে উঠে পড়ে। তার চাকার তলায় চাপা পড়েন অন্তত ন’জন। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই শ্রমিকেরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে পুণে গিয়েছিলেন। নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সেই কাজেই পুণেয় আসেন। ঘটনার পর স্থানীয়েরাই ট্রাকচালককে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































