গলায় রেডিও ট্র্যাকার, তবুও ধরাছোঁয়ার বাইরে বাঘিনী জিনাত (Jeenat Tigress)। সিমলিপাল থেকে ঝাড়খন্ড ঘুরে, ঝাড়গ্রামে ঢুকেছিল শুক্রবার। শনিবার সকাল ছটা থেকে নিখোঁজ বাঘিনী। সারারাত দল বেঁধে বনকর্মীরা খোঁজাখুঁজি চালালেও এখনও তার দেখা মিলল না। উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
কটাচুয়ার জঙ্গল থেকে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গলে স্থলপথে এবং আকাশ পথে ড্রোন নজরদারি চালিয়েও ‘বাঘবন্দি’ হল না। আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। আটজনের বিশেষজ্ঞ দল ৬টা টিম করে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়াতে বাঘিনীর রেডিও কলারের সিগনাল মিলেছে। কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি।
–
–
–
–
–
–
–
–
–