পৌষ মাস জুড়ে ভক্তদের ভিড় বাড়ছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Vrindavan Banke Bihar temple)। কিন্তু ভক্তদের পোশাক নির্বাচনে যথেষ্ট ক্ষুব্ধ মন্দির কর্তৃপক্ষ। এবার নয়া পোশাক বিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাতপোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আপনারা ভদ্র পোশাক পরে আসুন। এটা আমাদের অনুরোধ।”
বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপ পূজিত হয়। প্রত্যেক বছর ডিসেম্বর থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়। এটি দেশের অন্যতম বিখ্যাত মন্দির। শুধু ভিন রাজ্য নয় ভিনদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। সেখানে সবার সামনে তীর্থস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে দাবী করে পোশাক বিধি চালু করার পথে হেঁটেছে বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ। বৃন্দাবনের রাস্তা জুড়ে এই নিয়ে হোর্ডিংও দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–