বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

0
1

ছেলেদের বদলা নিল মেয়েরা। এদিন অনুর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এদিন বাংলাদেশকে হারাল ৪১ রানে। বাংলাদেশকে গুটিয়ে দিল ৭৬ রানে। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট তৃষার। ৫২ রান করেন তিনি।

এদিন ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট তৃষার। ৫২ রান করেন তিনি। তৃষা ইনিংস সাজান পাঁচটি বাউন্ডারি এবং দুটি ছক্কা দিয়ে। তৃষা ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের সর্বোচ্চ রান অধিনায়ক মিথিলা বিনোদের। মিথিলা ১৭ রান করেন। আর কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের ফরজানা এসমিন ৩১ রানে নেন ৪ উইকেট । ২৩ রানে ২ উইকেট নিশিতা আক্তারের।

জবাবে ব্যাট করতে নেমে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাংলাদেশের কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে জুয়াইরিয়া ফেরদৌস ২২ এবং ফাহমিদ চোয়া ১৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। ১২ রানে ২ উইকেট নেন পারুনিকা সিসোদিয়ার এবং ১৩ রানে ২ উইকেট সোনম যাদবের।

আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্থাপ্পা, কী বললেন তিনি ?