মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা তুরস্কে।জানা গিয়েছে দক্ষিণ তুরুস্কের এক চারতলা হাসপাতালের ছাদ থেকে টেক-অফ করার সময় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কপ্টারের দুই পাইলট, একজন চিকিৎসক এবং হাসপাতালের এক কর্মী মারা যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই অঞ্চলে বেশ ঘন কুয়াশা ছিল। কিন্তু তার মধ্যেই মুগলার হাসপাতালের চারতলার ছাদ থেকে কপ্টার নিয়ে দূরের এক হাসপাতালে উড়ে যাওয়ার জন্য রওনা দেন এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী।
কিন্তু টেক অফের কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যা দেখা দেয় কপ্টারটিতে। সেটি একই জায়গায় বারবার ঘুরতে ঘুরতে আচমকা অনেকটা নেমে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের চারতলায় কোনও একটি অংশে আটকে যায়। তারপর কপ্টারটি হাসপাতালের মাঠে ভেঙে পড়ে। মাটিতে ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। হাসপাতালটিতে শতাধিক রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে।সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হলেও, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।কপ্টারের আগুনে তাদের দেহ রীতিমতো ঝলসে যায়। কাউকেই ঠিকমতো চেনা যাচ্ছিল না।
–
–
–
–
–
–
–
–
–
–