নিজের চরিত্র থেকে দূরে সরছে পৌষ। প্রথম সপ্তাহের শেষ লগ্নে এসেও জাঁকিয়ে শীত উপহার দিতে পারল না দক্ষিণবঙ্গবাসীকে। বরং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসেও ঊর্ধ্বমুখী পারদের সঙ্গে চাদর-সোয়েটারের ব্যালেন্স করতে হচ্ছে বাঙালিকে। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। তাই বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা তো নেই-ই, উল্টে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়!
শুক্রবার রাত থেকে শহরতলির বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সারাদিন মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টি ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলা।এর জেরে ঠান্ডা হাওয়া থাকলেও তাপমাত্রা বেড়ে গিয়েছিল। হাওয়া অফিস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমি ঝঞ্ঝাও। এর ফলেই বৃষ্টি হয়েছে। যদিও রবিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গে আপাতত দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। বড়দিনে বৃষ্টি হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে লেপকম্বল মুড়ি দিয়ে ঘুমোনোর সুযোগ আপাতত মিলবে না। বরং ঠান্ডা-গরমে শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে।
–
–
–
–
–
–
–
–
–