বাংলাদেশে ক্ষমতা বদলের পরে অস্থিরতার পরিবেশে বাংলার উপর চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপ যে বেড়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বহু বাংলাদেশি নাগরিক। এই একই চাপ বেড়েছে ত্রিপুরার (Tripura) উপরও। ফলে এবার ত্রিপুরা সফরে স্থানীয় ব্রু সম্প্রদায়ের (Bru tribals) পরিযায়ী মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সঠিক পরিচয়পত্র রাখার উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
মিজোরামের (Mijoram) পরিযায়ী আদিবাসী গোষ্ঠী ব্রু সম্প্রদায়কে (Bru tribals) ত্রিপুরায় আশ্রয় দেওয়া হয়েছে। সেখানেই ব্রু জনজাতির ক্যাম্পে তাঁরা নিজেদের সংস্কৃতি ধারণ করে বসবাস করে। ত্রিপুরার পরিযায়ী হিসাবে তাঁদের ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি সব ধরনের সরকারি সুবিধাও দেওয়া হয়। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যেভাবে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক ও জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে তাতে সতর্কতা বাড়ানো হয়েছে ত্রিপুরাতেও। স্বরাষ্ট্র মন্ত্রী নিজে ত্রিপুরার আগরতলা (Agartala) ও বাংলার পেট্রাপোল (Petrapole) স্থলবন্দরে সীমান্ত রক্ষী বাহিনীর কাজের সুবিধা ও নজরদারি জোরদার করার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।
এবার মিজো জনজাতি ব্রু ক্যাম্প (Bru camp) ঘুরে দেখলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে জনজাতির মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সচিত্র পরিচয় পত্র, রেশন কার্ড (ration card), আধার কার্ড (Aadhaar card) রাখার উপর জোর দেন। দেশের জনজাতির মানুষের পরিচয়পত্র নিয়ে সমস্যা না থাকলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলে ত্রিপুরায় তা সহজেই ধরা পড়ার আশা স্বরাষ্ট্র মন্ত্রকের।
–
–
–
–
–
–
–
–