ফের বিপুল জয়! এবার ভগবানপুরে সমবায় সমিতির নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল

0
1

সমবায় নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক ছক্কা মারছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কয়েকদিন আগে কন্টাই কো-অপারেটিভ ব্যাংক ও তমলুক কৃষি সমবায় ব্যাংকে ব্যাপক জয়ের মুখ দেখেছে তৃণমূল। এবার বিজেপির শক্ত ঘাঁটি ভগবানপুরে সমবায় সমিতিতে বিপুল জয়ের মুখ দেখল তৃণমূল।

উল্লেখ্য, ভগবানপুর- ১ ব্লকের শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে ছিল। ফলে প্রশাসক দ্বারাই ওই সমবায়ের যাবতীয় কাজকর্ম চলছিল। এরপর নির্বাচন ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াই হয় এই সমবায়ে।

এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২ টি। যার মধ্যে ৯ টি আসন দখল করেছে তৃণমূল। বাকি তিনটি আসন গেছে বিজেপির ঝুলিতে। শুক্রবার এই সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল প্রকাশ হতে রাত গড়ায়। শুক্রবার রাতে নির্বাচনের ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সবুজ আবিরের পাশাপাশি মিষ্টি মুখ চলে নেতাকর্মীদের মধ্যে। এই বিধানসভা বিজেপির দখলে। পাশাপাশি স্থানীয় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতেও তৃণমূল এবং বিজেপির মধ্যে টাই হয়ে যায়। ফলে উভয় রাজনৈতিক দল মিলে বোর্ড গঠন করে। হলে বিজেপির শক্ত ঘাঁটিতে যেভাবে তৃণমূলের বিপুল জয় উঠে গেল তাতে আগামী দিনে ব্যাপক সাফল্য বলে মনে করছে শাসক শিবির।

সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ৫৫৬জন। যাদের মধ্যে ভোট দিয়েছেন ৫১৪ জন। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল জানিয়েছেন,“মানুষ বুঝতে পারছে বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়। তাই ক্রমে ক্রমে বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। বাংলার মা মাটি মানুষের সরকার যেভাবে মানুষের জন্য উন্নয়ন করেছে তাতে মানুষ তৃণমূলের ওপরেই ভরসা করছে। এই জয় আগামী দিনে আমাদের দলকে আরো শক্তিশালী করল।”

আরও পড়ুন- সব শহরের থেকে এগিয়ে কলকাতা: তিলোত্তমার প্রশংসায় অর্থনীতিবিদ প্রণয় রায়

_

_

_

_

_

_

_