জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন দিল্লিকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে অভিষেক পোড়েল। ১৭০ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ উইকেট মুকেশ কুমারের।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে দিল্লি। দিল্লির হয়ে ব্যাট হাতে দাপট অনুজ রানাওয়াত এবং হিম্মাত সিং। অনুজ ৭৯ রানে অপরাজিত। ৬০ রান করেন হিম্মাত। ৪৭ রান করেন বৈভব। বাংলার হয়ে চার উইকেট মুকেশ কুমারের। একটি করে উইকেট সায়ন ঘোষ এবং কৌশিক মাইতির।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। সৌজন্যে অভিষেক। ১৭০ রানে অপরাজিত তিনি। ৩৭ রান অনুষ্টুপ মজুমদারের। অধিনায়ক সুদীপ ঘরামি করেন ২৩ রান। দিল্লির হয়ে ২ উইকেট আয়ুষ বাদোনির। একটি করে উইকেট নভদীপ সাইনি এবং হর্ষ তেয়াগির।
আরও পড়ুন- চতুর্থ টেস্টের আগে বিপাকে বিরাট, পেলেন আইনি নোটিস
–
–
–
–
–
–
–
–





























































































































