প্রকাশ্যে বাংলাদেশকে সতর্ক করার পরেও সেখানে ভারত বিরোধী হুঁশিয়ারি নিয়ে বিরাম নেই। তবে তার থেকেও বড় সমস্যা যে অনুপ্রবেশ, ইঙ্গিতে তা বুঝিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নেপাল-ভুটান সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকা সত্ত্বেও এসএসবি (SSB) নিরাপত্তা দিতে সক্ষম ও শাহী প্রশংসা কুড়িয়ে নেয়। অন্য দিকে এসএসবির প্রতিষ্ঠার দিনে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রীর।
শুক্রবার সশস্ত্র সীমা বল (SSB) বাহিনীর প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়িতে এসএসবির অনুষ্ঠানে যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই ত্রিপুরার আগরতলা (Agartala) ও বাংলার পেট্রাপোল (Petrapole) সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) আবাসন তৈরির জন্য ৫৫ কোটি টাকার পরিকল্পনার কথা জানান। এসএসবি-র পরিচালনার সুবিধায় আটটি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মধ্যেই আলাদাভাবে জায়গা করে নেয় ভারত বাংলাদেশ সীমান্ত।
সেই সঙ্গে অমিত শাহ দাবি করেন ভারত নেপাল ও ভারত ভুটান সীমান্ত রক্ষায় এসএসবি-ই যথেষ্ট। তাদের সাফল্যের তালিকা তুলে ধরতে গিয়ে শাহ উল্লেখ করেন তিন বছরে ১১০০ অনুপ্রবেশকারীকে গ্রেফতার ও ১০০০ একরের বেশি জমি দখলমুক্ত করার খতিয়ান। পাচারের আগে ৮০১ একজনকে উদ্ধার করেছে এসএসবি, যার মধ্যে ২৩১টি নাবালক নাবালিকাও রয়েছে, উল্লেখ করেন অমিত শাহ।
–
–
–
–
–
–
–
–