CBI-তে অনাস্থা, আরজি কর কাণ্ডে নতুন মামলা দায়ের নির্যাতিতার পরিবারের

0
1

সিবিআই তদন্তে কোনও আস্থা নেই নির্যাতিতার পরিবারের। কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নির্যাতিতার পরিবারের তরফে এই মামলা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যাচ্ছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) মামলার অনুমতি দিয়ে সিবিআইকে (CBI) যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই শিয়ালদহ কোর্টে ট্রায়াল চলছে। এখনও পর্যন্ত পঞ্চাশ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে আদালত। আগামী শুক্রবার থেকে অভিযুক্ত সঞ্জয়ের কথা শুনবেন বিচারপতি। তার আগেই বৃহস্পতিবার নয়া মামলা হল কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি (CBI) যে তদন্ত করছে তাতে তাঁদের আস্থা নেই। তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে নিহত চিকিৎসকের পরিবার অভিযোগ করেছে। এখনই যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। চিকিৎসকের পরিবারের অভিযোগ যেভাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর চার্জশিটের নামে নাটক চলছে তাতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার এই বিষয়টি এজলাসে উল্লেখ করার কথা জানিয়েছেন।