বি আর আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে অমিত শাহের মন্তব্যে তিনি স্তম্ভিত। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) উদ্বোধনে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বড়দিনের ছুটি তুলে দেওয়া নিয়েও তোপ দাগেন মমতা।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আম্বেদকর ইস্যুতে বুধবার থেকেই তুমুল উত্তপ্ত সংসদ। অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো। বিরোধিতায় সরব কংগ্রেস। ইতিমধ্যই শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল ও পরে কংগ্রেস। এদিন বড়দিনের উৎসবের (Christmas Carnival) উদ্বোধনে গিয়েও এই ইস্যুতে সরব হন মমতা। বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন। বাবাসাহেব অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!”
বড়দিনের ছুটি (Christmas Holiday) নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন মমতা। বলেন, “এর আগে আমি আরও একটি বিষয়ে অবাক হয়েছিলাম। ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। কিন্তু আমাদের রাজ্যে সেদিন ছুটি থাকবে।”
–
–
–
–
–
–
–
–