আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল দল। আর তারই মধ্যে বিপত্তি ইস্টবেঙ্গল এফসির। বলা ভাল মরশুমের মাঝপথে বড় ধাক্কা খেল লাল-হলুদ শিবির। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার মাদিহ তালাল। ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। আর এবার মরশুম থেকেই ছিটকে গেলেন তালাল। ফলে মাঝমাঠের এই ভরসাকে এই আইএসএলে আর পাবে না লাল-হলুদ। শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় অস্কার ব্রুজোর দল। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে।
এদিন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ওড়িশার বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে যে চোট তালালের লেগেছিল তা খতিয়ে দেখা হয়েছে। চিকিৎসকদের রিপোর্টের পর পরিষ্কার, চলতি মরশুমে আর খেলতে পারবেন না তিনি। তালালের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাব।
ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার বিরুদ্ধে চোট পান তালাল। চোট পাওয়ার পর বাঁ পায়ে ‘নি ব্রেস’ পরে রিজ়ার্ভ বেঞ্চে বসেছিলেন লাল-হলুদের এই ফুটবলার। ম্যাচের পর দেখা যায় ওড়িশার দুই ফুটবলারের কাঁধে ভর করে সাজঘরে পৌঁছন তালাল। মাঠ থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন হুইলচেয়ারে করে। এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট রয়েছে। তখনই মনে করা হচ্ছিল চোট গুরুতর। দীর্ঘ দিনের জন্য ছিটকে যেতে হতে পারে। আর জল্পনাই সত্যি হল।
আরও পড়ুন- দেশ ছেড়ে কি অন্য দেশে সংসার পাতছেন বিরুষ্কা? মুখ খুললেন বিরাটের ছোটবেলার কোচ
–
–
–
–
–
–
–
–
–