চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট, এল বড় আপডেট

0
1

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। সূত্রের খর, পাকিস্তানে নয় নিরপেক্ষ ভেন্যুতে চ্যামাপিয়ন্স ট্রফি খেলবে ভারত। সেই ভারতেও খেলতে আসবে না পাকিস্তান। জানা যাচ্ছে, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। অর্থাৎ, প্রতিযোগিতা হবে পাকিস্তানে। কিন্তু ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ দেশে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল, একথা আইসিসিকে আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। আর এই প্রস্তাবে আইসিসির কাছে শর্ত রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই মত পাকিস্তানের শর্ত মেনে নিয়েছে আইসিসি। আগামী তিন বছর ভারতে আইসিসির কোনও প্রতিযোগিতা হলে পাকিস্তানও এ দেশে খেলতে আসবে না।

সূত্রের খবর, বৃহস্পতিবার ছিল আইসিসির বৈঠক । সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।জানা যাচ্ছে, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে যে যে আইসিসি প্রতিযোগিতা হবে সেখানে এই দুই দেশ নিরপেক্ষ দেশে খেলবে। অর্থাৎ, পাকিস্তানে কোনও প্রতিযোগিতা হলে যেমন ভারত নিরপেক্ষ দেশে খেলবে, তেমনই ভারতে কোনও প্রতিযোগিতা হলে পাকিস্তান খেলবে নিরপেক্ষ দেশে। এছাড়াও আইসিসি আরও জানিয়েছে, ২০২৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতাতেও এই নিয়ম মানা হবে।

উল্লেখ্য আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

আরও পড়ুন- ‘অপমানিত হতে হচ্ছিল ওকে’, অশ্বিনের অবসরের পরই বিস্ফোরক মন্তব্য তাঁর বাবার