রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে এক সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রতাপ চন্দ্র সারাঙ্গি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের পোড় খাওয়া নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করলেই যে সেটা সত্য হয়ে গেল তা কিন্তু নয়।মানুষ এত বোকা নয়।এখন সংসদের সরাসরি সম্প্রচার হয় টিভিতে। এখন সারা দেশের মানুষ সংসদের সব দেখতে পায়। তাই আমার মনে হয়, এই অভিযোগ ভিত্তিহীন।এটা মেনে নেওয়া যায় না যে রাহুল গান্ধী এমন মারপিট করবেন, যে একজনকে হাসপাতালে যেতে হয়, আর একজনকে আইসিসিইউতে পাঠাতে হয়। এগুলো এক ধরনের গেম প্ল্যান। যেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সেখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই। রাহুল গান্ধী একা দুজনকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিলেন, এটা বাস্তবের সঙ্গে মেলে না।
প্রসঙ্গত, রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে পালটা অভিযোগ করেন, তাকে এবং অন্যান্য কংগ্রেস সাংসদদের বিজেপি সাংসদরা আটকাচ্ছিলেন। এই আবহে মল্লিকার্জুন খাড়গেকে বিজেপি সাংসদরা ধাক্কা দেন বলে পাল্টা অভিযোগ রাহুলের। ঘটনার সূত্রপাত আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই আবেহে সংসদের বাইরে এবং ভিতরে সরব হন বিরোধীরা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। এহেন পরিস্থিতিতে সংসদের প্রবেশদ্বারে সাংসদদের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।
–
–
–
–
–
–
–
–
–
–