বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রায় ছাব্বিশ হাজার শিক্ষা কর্মীর চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। জানা যাচ্ছে মামলাটি এক নাম্বার সিরিয়ালে রয়েছে অর্থাৎ আজ কোর্ট খুলে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে সময়ের অভাবে একাধিকবার শুনানির দিন পরিবর্তন হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করা হবে না। অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়েই এই মামলার শুনানি হবে।
চলতি বছরের এপ্রিল মাসে নিয়োগ মামলার জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বেঞ্চ। এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। চাকরিহারাদের পাশাপাশি SSC-র তরফেও মামলা করা হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। কিন্তু রক্ষাকবচ থাকবে আর কতদিন? যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে কতজনের চাকরি বহাল রাখে দেশের শীর্ষ আদালত এখন সেই দিকেই সবার নজর।
–
–
–
–
–
–
–
–
–





























































































































