রাজ্যের সাম্প্রতিক ট্যাবের টাকা গায়েবের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পের টাকা বণ্টনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিচ্ছে রাজ্য (State)। রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দফতর ‘কন্যাশ্রী’ (Kanyashree) পোর্টাল-এর মাধ্যমে আবেদন গ্রহণ, নিষ্পত্তি এবং অর্থ বিলির ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে সর্তকতা বজায় রাখতে জেলা প্রশাসনগুলিকে ৬ দফা নির্দেশিকা জারি করেছে।
আরও খবর:বাংলা এখন শিল্পের জন্য আদর্শ: Infosys-এর নয়া ক্যাম্পাসের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থানের সুযোগ
নির্দেশিকায় বলা হয়েছে,
• প্রত্যেকটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে হবে
• সংশ্লিষ্ট সফটওয়্যারটি নিয়মিত আপডেট করতে হবে
• নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও অবাঞ্ছিত সফটওয়্যার সিস্টেমে থাকলে তা অবিলম্বে মুছে ফেলতে হবে
• প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে
এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে কি না তার রিপোর্টও নারী ও শিশু কল্যাণ দফতরকে নিয়মিত পাঠানোর জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্যাব (Tab) কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, অনেক পড়ুয়ার অ্যাকাউন্টেই এই টাকা ঢুকছে না। প্রথম অভিযোগ দায়ের হয় পূর্ব বর্ধমান জেলায়। অভিযোগ ওঠে, সেখানে সেখানে বেশ কয়েক জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) চলে গিয়েছে। এরপর জল অনেক দূর গড়ায়। বাংলার একাধিক জেলা থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ সামনে আসে। ছাড় পায়নি কলকাতাও। দেখা যায়, ভিন রাজ্যের সাইবার ক্রাইমের ফাঁদে টাকা গায়েব হয়েছে। এই উদাহরণ থেকেই শিক্ষা নিয়ে নির্দেশিকার রাজ্য সরকারের।
–
–
–
–
–
–
–
–





























































































































