রাজ্য স্কুল ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা

0
2

রাজ্য স্কুল ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে আগেই চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার বালিকা বিভাগেও তারা চ্যাম্পিয়ন হল। বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেটের ফাইনাল খেলা।দক্ষিণ কলকাতা দলকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ম্যান অব দ্যা ম্যাচের তকমা পেয়েছেন উত্তর ২৪ পরগনার বর্ষা মজুমদার।

এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস। এবার ছিল ৬৮ তম বর্ষ। ১৩ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে উত্তর ২৪ পরগনা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১০৮ রান। দলের সর্বোচ্চ রান করেন রূপসা মন্ডল।তার ২৫ রানের দৌলতে উত্তর ২৪ পরগনা দক্ষিণ কলকাতাকে ১০৮ রানের টার্গেট দেয়। যদিও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৭৮ রান। উত্তর চব্বিশ পরগনার হয়ে দুটি উইকেট পান বর্ষা মজুমদার। আরও দুটি উইকেট নিজের দখলে রাখেন অনুশ্রেয়া দত্ত। শুধুমাত্র অনূর্ধ্ব ১৯ নয়, অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের ফাইনালও এদিন বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় হাওড়া এবং হুগলি জেলা। হুগলিকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় হাওড়া।