মুম্বইয়ে (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়া (Gate Way Of India) কাছে আরব সাগরে দুর্ঘটনার কবলে লঞ্চ। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। বুধবার বিকাল চারটে নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা কেভের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি (Accident) ঘটে। সূত্রের খবর, লঞ্চটিতে কমপক্ষে ৬০জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা গেলও, একজনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে, কী কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।
মুম্বই শহরের কাছেই দ্বীপাঞ্চল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। সেখানে যাওয়ার জন্যে গেটওয়ে অফ ইন্ডিয়ার (Gate Way Of India) সামনে থেকে লঞ্চ পরিষেবা পাওয়া যায়। বুধবার, বিকেল ৪টে নাগাদ এলিফ্যান্টা কেভের উদ্দেশে যাত্রী-সহ একটি লঞ্চ রওনা দেয়। কিন্তু কেভে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, স্থানীয় মাছ ধরার লঞ্চের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।
–
–
–
–
–
–
–
–