একটি দলের জন্য কথায় কথায় আম্বেদকরের নাম নেওয়া ‘ফ্যাশন’ হয়ে গিয়েছে- সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) এই মন্তব্য নিয়ে তোলপাড় অধিবেশন। বুধবার, সংসদ ভবনের বাইরে বি আর আম্বেদকরের (B R Ambedkar) ছবি নিয়ে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস (Congress) সাংসদরা। অবিলম্বে অমিত শাহের (Amit Shah) ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলা হয়।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।“ কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, “১০০ বার অম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেদকরের অনেক বিষয়ে মতপার্থক্য হয়। যার জেরে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় তাঁকে।“
আরও খবর: ব্যাংক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার
শাহের ‘ফ্যাশন’ মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। সংসদের দুই কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেন দলীয় সাংসদেরা। মন্তব্যের জন্য অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমার দাবি করে মুলতুবি প্রস্তাবও আনা হয়। হইহট্টগোলে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা যায়।
সংসদের বাইরে অম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদেরা। ‘জয় ভীম’ স্লোগান তোলেন তাঁরা। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খড়্গের অভিযোগ, সংবিধানের জনক অম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ। ক্ষমা চাওয়ার পাশাপাশি শাহের পদত্যাগের দাবিও তোলেন খড়্গে।
পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে ‘সস্তা রাজনীতি’র অভিযোগ তুলেছে বিজেপি। কংগ্রেসকে আক্রমণ করে রিজেজু বলেন, “এত বছর ধরে কংগ্রেস আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি কংগ্রেস। বাবাসাহেবকে অপমানও করেছে।“
–
–
–
–
–
–