হুইপ জারি সত্ত্বেও কেন অনুপস্থিত? অভিজিৎ-সহ লোকসভার ২০ সাংসদের জবাব তলব বিজেপির

0
3

সংসদের শীতকালীন অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চর্চিত ‘এক দেশ, এক ভোট’ (One Nation One Election) বিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলে অনুমোদন দেওয়ার পরে সোমবারই বিলটি পেশ করতে চেয়েছিল মোদি সরকার। শেষ মুহূর্তে পিছিয়ে এসে মঙ্গলবার বিল-পাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই জন্য বিজেপির (BJP) সব সাংসদকে এদিন উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে দল। কিন্তু তারপরেও অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ। সূত্রের খবর, এঁদের মধ্যে ছিলেন বাংলা থেকে যাওয়া বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Abhijit Ganguli)। এবার তাঁদের সবাইকে নোটিশ পাঠাল পদ্ম শিবির। হুইপ জারি থাকা সত্বেও কেন গরহাজির? নোটিশ জারি করে এই সাংসদদের জবাব তলব করল দল।

পূর্ব নির্ধারিত সূচি মেনেই দুপুর ১২টায় লোকসভায় ‘এক দেশ, এক ভোট‘ বিল পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এর পর আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া-র সাংসদদের। বিলটির তীব্র বিরোধিতা করে তৃণমূল (TMC)। একযোগে প্রতিবাদে বিল নিয়ে আলোচনার আগেই বিতর্কের অনুমতি দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা। এই বিল নিয়ে লোকসভায় যে গোলমাল হবে তা ভালোই জানত বিজেপি। কারণ কোনও বিরোধী দলেরই এই বিলে সায় ছিল না। সেই কারণেই ‘এক দেশ, এক ভোট‘ বিল পেশের মতো গুরুত্বপূর্ণ দিনে লোকসভায় সব সাংসদের উপস্থিত থাকতে নির্দেশ দেয় বিজেপি। সাংবিধানিক সংশোধনী পাশ করানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু হুইপ জারির পরেও অনুপস্থিত ছিলেন ২০ জন বিজেপি সাংসদ। যার জেরে এদিন বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯ সাংসদের, অন্যদিকে এর বিরোধিতায় ১৯৮ জন ভোট দেন। যদিও তাতে ভোটে সমস্যা হয়নি। তবে প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে, বিল পেশের ব্যাপারে সরকারের কাছে পর্যাপ্ত সমর্থন নেই। কটাক্ষ করে কংগ্রেসের দাবি, One Nation One Election বিলে বিজেপিরই বহু সদস্যের সমর্থন নেই। বিরোধিতা করতেই অনুপস্থিত থেকেছেন তাঁরা।

এর পরেই লোকসভার ২০ বিজেপি সাংসদকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করল দল।