সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল অয়ন শীলের

0
2

কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত অয়ন শীল (Ayon Shil)। তিনি এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার জামিনের (Bail) জন্য কলকাতা হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছেন।

অয়ন শীল (Ayon Shil) তার মামলার শুনানি এবং জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে পিটিশন দাখিল করেছেন। তিনি দাবি করেছেন যে, এই মামলায় জামিন পাওয়ার জন্য তিনি যোগ্য। ৪৫০ পাতার পিটিশন ফাইল করে অয়ন শীল বলেছেন, তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন এবং তাই জামিন পেতে পারেন। আদালত সূত্রে জানা গিয়েছে যে, এই মামলার শুনানি আগামী বুধবার, ১৮ ডিসেম্বর হতে পারে।

প্রসঙ্গত , ইডি ২০২৩ সালে তাকে গ্রেফতার করে এবং পরে কলকাতা হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। তবে সিবিআইয়ের মামলার কারণে তিনি জেলে বন্দি আছেন। সিবিআই তাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

কলকাতা হাই কোর্টে (High Court) জামিনের আবেদন করার আগে অয়ন জানিয়েছেন, তিনি সিবিআইয়ের মামলায়ও জামিন চান। তার মতে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরই তিনি জেল থেকে মুক্তি পাবেন।

অয়নের আইনজীবী আদালতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলি উত্থাপন করার আগে জামিন দেওয়া উচিত।তবে সিবিআই এবং ইডি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অয়নের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত চলছে। এই মামলায় জামিন দেওয়া হলে তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে ।